
নবজাতকসহ চিকিৎসক ও মা। ছবি: সংগৃহীত
একসঙ্গে চার অপরিণত নবজাতকের সফলভাবে জন্ম দিয়েছেন এক গর্ভধারিণী মা। চিকিৎসকদের প্রচেষ্টায় এখন সুস্থ আছেন সবাই। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাদের বিদায় দেয়া হয়েছে।
জানা গেছে, চার নবজাতকের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত ফলোআপে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চার নবজাতকের মা-বাবা দুশ্চিন্তার পরিবর্তে এখন সময় কাটছে হাসি আর আনন্দে। আর এটি সম্ভব হয়েছে বিএসএমএমইউর নিওনেটোলজি (নবজাতক) ও ফিটোম্যার্টারনাল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের চিকিৎসাসেবা ও নার্সদের নিবিড় নার্সিংসেবাসহ সম্মিলিত প্রচেষ্টায়।
চার নবজাতকের বাবা গোলাম মোস্তফা জানান, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ফিটোমেটানাল মেডিসিন বিভাগে তার স্ত্রীকে ভর্তি কবেন। ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বিভাগের চিকিৎসকরা সফলভাবে সিজার সম্পন্ন করেন। জন্ম নেয় চার নবজাতক। বর্তমানে তাদের বয়স ১ মাস ৬ দিন। ইতোমধ্যে, চার নবজাতকের নামও রাখা হয়েছে। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে আবরার হাসনাত, তিন কন্যা শিশুর নাম রাখা হয়েছে নাজিফা তানজুম, নাফিসা তাবাসুম, নুসাইফা ইসলাম।
তিনি জানান, একটি সুস্থ নবজাতকের ওজন আড়াই থেকে চার কেজি পর্যন্ত হলেও জন্মের সময় তার সন্তানদের ওজন ছিল ১ কেজির সামান্য বেশি। এত কম ওজন নিয়ে জন্মগ্রহণ করার পরেও তার সন্তানেরা সুস্থ থাকায় তিনি বিএসএমএমইউ নিওনেটোলজি বিভাগের চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকল বিভাগের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চার নবজাতকের বিদায়ের সময় বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম উপস্থিতি ছিলেন।
আপন দেশ/এবি