Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য অধিদফতরে ৮৪জনের বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৭ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্য অধিদফতরে ৮৪জনের বদলি

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত ৮৪জন কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (০৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক ডা.এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের এসব কর্মচারীদের বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মচারীদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে আদেশে। এতে আরও বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করা না হলে আট কর্মদিবস থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে বলে গণ্য হবে। 

এ ছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৫ জানুজারি মধ্যে বদলিকৃতদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের আদেশে।

আপন দেশ/এবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়