Apan Desh | আপন দেশ

সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যে কোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

‘বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমইএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন’ আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল।

মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। 

তিনি বলেন, আমাদের চারপাশটা কেমন যেন হয়ে গেছে। তাই দক্ষ, ভালো, মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এ অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্যে এ উপদেষ্টা আরও বলেন, আপনারা মানুষ তৈরির কারিগর। সঠিক মানুষ তৈরি করতে পারলে দেশটা এমনিতেই পরিবর্তন হবে। আমরা যদি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুনগত মান বাড়িয়ে ভালো ডাক্তার তৈরি করতে পারি, তাহলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ।

এছাড়া অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্যরা।

আপন দেশ/এমএস
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়