Apan Desh | আপন দেশ

দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা মেডিকেল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৩০, ১ মার্চ ২০২৫

দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা মেডিকেল শিক্ষার্থীদের

ছবি: আপন দেশ

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ সমাবেশ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইনসহ ৫ দফা দাবি জানান তারা। এমনকি দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেয়া হয়। 

শনিবার (০১ মার্চ) তারা এ গণসমাবেশ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তাদের দাবি, ম্যাটস ও ডিএমএফ পাশ করা ব্যক্তিরা কখনও নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারে না। তারা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছে। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছে তারা। তাদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকদের ওপর। 

শিক্ষার্থীরা জানান, এমবিবিএস ও বিডিএস পাশ না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এছাড়া সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানান।

আরওপড়ুন<<>>যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেফতার

তারা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়। সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। 

এছাড়া সারা দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাশ করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টাকে আল্টিমেটাম দেন তারা। 

বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও টনক নড়ছে না প্রশাসনের। অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আপন দেশ/এমএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়