Apan Desh | আপন দেশ

নির্বাচনের মাধ্যমে কমিটি চান অর্থোপেডিক চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২১, ৪ মার্চ ২০২৫

নির্বাচনের মাধ্যমে কমিটি চান অর্থোপেডিক চিকিৎসকরা

সংবাদ সম্মেলনে অর্থোপেডিক চিকিৎসকরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির পূর্ববর্তী কমিটির পদত্যাগে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের ফলে সংগঠনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি চিকিৎসকদের মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে পরিচিত। তবে সম্প্রতি নেতৃত্ব নিয়ে মতবিরোধের কারণে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

সংবাদ সম্মেলনে অর্থোপেডিক চিকিৎসক ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব বলেন, ৫ আগস্টের পর কমিটির সম্মিলিত পদত্যাগের সুযোগ নিয়ে একটি মহল স্বেচ্ছাচারীভাবে নতুন কমিটি ঘোষণা করে। সিনিয়র চিকিৎসকদের না জানিয়ে, স্বল্পসংখ্যক চিকিৎসককে নিয়ে গোপনে কমিটি গঠনের বিষয়টি জানাজানি হলে চিকিৎসকরা এর বিরোধিতা করেন। পরে নবীন-প্রবীণের সমন্বয়ে ডা. ওয়াকিল, ডা. বিপ্লব ও ডা. রবির নেতৃত্বে ৮১ সদস্যের কমিটি গঠন করা হয়।

তবে পূর্বের স্বঘোষিত কমিটির কয়েকজন বহিরাগতদের নিয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়ায় বলে অভিযোগ ওঠে। সিনিয়র চিকিৎসকদের হস্তক্ষেপে উভয়পক্ষের কার্যক্রম স্থগিত করে নতুন সমন্বিত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যদিও বেশিরভাগ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ওয়াকিল, ডা. বিপ্লব ও ডা. রবির নেতৃত্বাধীন পরিষদকেই সমর্থন করছিলেন। তবুও বৃহত্তর স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু একটি ক্ষুদ্র গোষ্ঠী আলোচনার তোয়াক্কা না করে ফ্যাসিবাদী চক্রের সমর্থনে পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে চিকিৎসকরা এখন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের দাবি জানিয়েছেন।

চিকিৎসকরা জানান, সিনিয়রদের সম্মতিতে গঠিত ৮১ সদস্যের কমিটি সম্প্রসারিত করে ১৬১ সদস্যের করা হয়েছে। তবে ভবিষ্যতে অর্থোপেডিক চিকিৎসকদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহবান জানান তারা।

আরও পড়ুন>>>দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫

এ সময় অর্থোপেডিক চিকিৎসক প্রফেসর হাসান মাসুদ, প্রফেসর পারভেজ এহসান, প্রফেসর মনিরুল আলম মিন্টু, ডা. ওয়াকিল, ডা. তাজুল ইসলাম রবি, ডা. শামিম, ডা. মাসুদ, ডা. শফিকুল ইসলাম, ডা. এবিএম জাকির হোসেন, ডা. কামরুল ইসলাম, হোসাইন রাসেল, ডা. মহসিন, ডা. শামিম, ডা. সাব্বির, ডা. ইমরানুর রহমান সনেট, ডা. জিয়া, মাসুৃম, ডা. মতিন, ডা. আশিক, ডা. রাজু, ডা. মামুন, ডা. রিফাত, ডা. সোহান, ডা. পলাশ, ডা. হিমেল, ডা. শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়