
এ ফলগুলো আপনার স্বাস্থ্য ভালো রাখবে।
রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দিতে পারে। এটি এড়ানোর জন্য কিছু ফল খাওয়া যেতে পারে। যা পানি ও পুষ্টিগুণে ভরপুর।
রমজানে পানিশূন্যতা দূর করতে দেখে নিন ৪ ফলের কথা-
১. তরমুজ: এতে ৯২ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তাছাড়া প্রচুর ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি থাকে তরমুজে। ইফতারে এক গ্লাস তরমুজের জুস বা কেটে খাওয়া যেতে পারে।
২. শসা: এতে ৯৫ শতাংশ পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখে। হজমে সহায়ক ও ত্বকের জন্য ভালো শসা। সালাদ বা স্মুদি করে খেতে পারেন।
৩. কমলা: কমলায় ৮৬ শতাংশ পানি থাকে ও প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ক্লান্তি দূর করে ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সরাসরি খেতে পারেন বা জুস বানিয়ে নিতে পারেন।
৪. ডাবের পানি: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ও মিনারেল সমৃদ্ধ, যা শরীরকে রিফ্রেশ করে। রোজায় পানি ও শক্তির ঘাটতি পূরণ করে। ইফতার বা সেহরিতে ডাবের পানি পান করলে শরীর সারা দিন ভালো থাকবে।
আরও পড়ুন>>>দেশে ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত
টিপস-
১. ইফতার ও সেহরিতে বেশি পানি ও ফলমূল খান।
২. অতিরিক্ত চা, কফি বা বেশি লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়ায়।
৩. রমজানে সুস্থ ও সতেজ থাকতে এ ফলগুলো খাদ্যতালিকায় রাখুন!
আপন দেশ/এমবি