ছবি: সংগৃহীত
পাকিস্তানে জঙ্গি হামলা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ শ্রমিক, আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৯ আগস্ট) দিনগত গভীর রাতে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার শাওয়াল এলাকায় এ ঘটনা ঘটেছে।
রোববার (২০ আগস্ট) উত্তর ওয়াজিরিস্তান জেলা পুলিশ অফিসার নায়েক মুহম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি ডন ডটকমকে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন যে, পাক-আফগান সীমান্তের কাছে শাওয়ালে এই ঘটনা ঘটেছে। যে ভ্যানে শ্রমিকরা যাচ্ছিল সেটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
পুলিশ পরিদর্শক আবরার ডন ডটকমকে বলেন, শনিবার রাতে এ ঘটনার সময় এক ডজনেরও বেশি শ্রমিক একটি গাড়িতে করে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকা থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যাচ্ছিল, ইন্সপেক্টর আবরার ডনকে বলেছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের বহনকারী ব্যক্তিগত ওই গাড়িটি গুল মীর কোর এলাকায় একটি ল্যান্ডমাইনকে আঘাত করলে সেটি বিষ্ফোরিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। বিষ্ফোরণের পরপরই আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে ইয়ার গুল নামে স্থানীয় এক নেতা সংবাদ মাধ্যমকে বলেন, নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা রাস্তার পাশে একটি বোমা পুঁতে রেখেছিল। নিরাপত্তা বাহিনীর কনভয় ওই স্থানের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।
এদিকে বিস্ফোরণের পরপরই, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার হৃদয়বিদারক খবর পেয়েছি। যাতে বেশ কয়েক জন নিরীহ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই বুদ্ধিহীন সহিংসতার তীব্র নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬
এর আগে গত ১২ আগস্ট, একই জেলায় পুলিশকে লক্ষ্য করে চালানো হামলায় দুইজন নিহত হয়। এছাড়া গত ৮ আগস্ট একই জেলা ও পেশোয়ারে পৃথক হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন।
গত মাসে (জুলাই'২০২৩) খাইবার পাখতুনখোয়ার পুলিশ জানিয়েছিল ২০২২ সালের ১৮ জুন থেকে চলতি ২০২৩ সালের ১৮ জুন পর্যন্ত এক বছরে ওই প্রদেশে ১৫টি আত্মঘাতী বোমা হামলাসহমোট ৬৬৫টি জঙ্গি হামলার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।