ফাইল ছবি
পাকিস্তানের একটি আদালত সোমবার (২৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা খারিজ করে দিয়েছেন। তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন।
ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক্সে (পূর্বে টুইটার নাম ছিল) বলেন, সকল প্রশংসা আল্লাহর।
আরও পড়ুন: ইমরান খান ৫ বছর নির্বাচন করতে পারবেন না
তিনি বলেন, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় একজন আইনজীবী হত্যার অভিযোগে করা ইমরান খানেরে বিরুদ্ধে মামলা আদালত খারিজ করে দিয়েছেন।
গত জুনে হত্যার জন্য খানকে অভিযুক্ত করা হয়। গত বছরের এপ্রিলে সংসদীয় আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ১০০ টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তিনি দেশের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।