Apan Desh | আপন দেশ

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ২৯ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:২৮, ২৯ আগস্ট ২০২৩

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তোশাখানা মামলায় দেয়া সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। 

ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

রায়ের কপি খুব দ্রুত পাওয়া যাবে। বিচারপতি ফারুক বলেন, আমরা জানাচ্ছি যে, ইমরান খানের আপিল অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলা থেকে ইমরান খানকে খালাস

চলতি মাসের ৫ তারিখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে ‘দুর্নীতিচর্চার’ অভিযোগ প্রমাণিত হয় বলে আদালত রায়ে উল্লেখ করা হয়।

রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  আপিল করেন ইমরান খানের আইনজীবী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়