Apan Desh | আপন দেশ

কৃষ্ণসাগরে শীর্ষ নৌ কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩

কৃষ্ণসাগরে শীর্ষ নৌ কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত

ছবি : সংগৃহীত

সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দফতরের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দেশটির স্পেশাল অপারেশনস ফোর্সেস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিকটর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, কৃষ্ণসাগর নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারও আছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন শতাধিক রুশ সেনা। 

আরও পড়ুন <> নাইজার থেকে রাষ্ট্রদূত-সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের

তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য পায়নি। এ হামলার পর মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের এখন সেনা নিখোঁজ রয়েছে। 

সম্প্রতি ইউক্রেন ক্রিমিয়া দ্বীপে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়