Apan Desh | আপন দেশ

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ৩ অক্টোবর ২০২৩

আপডেট: ১৩:২২, ৩ অক্টোবর ২০২৩

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দিল ভারত

ফাইল ছবি

কানাডা-ভারতের সম্পর্কের আরও একধাপ অবনতি হয়েছে। খালিস্তানপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার ঘটনাকে কেন্দ্র করে তাদের এই সম্পর্কের অবনতি। ইতোমধ্যে দুদেশ তাদের শীর্ষ কূটনীতিককে প্রত্যাহার করেছে। এবার ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। সময়ও বেঁধে দিয়েছে ভারত।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে। এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে। 

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হারদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এর পরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন <> করোনার টিকা আবিষ্কারে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। ভারত ট্রুডোর সব অভিযোগ অস্বীকার করে এবং অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়।

কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিন্যানশিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন।

তবে এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে।

আপন দেশ/আরএ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়