Apan Desh | আপন দেশ

পুলিশকে লক্ষ্য করে পাকিস্তানে বোমা হামলা, নিহত ৬, আগত ২২

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ৩ নভেম্বর ২০২৩

আপডেট: ০০:৪৭, ৪ নভেম্বর ২০২৩

পুলিশকে লক্ষ্য  করে পাকিস্তানে বোমা হামলা, নিহত ৬, আগত ২২

এ ডিআই খানে বিস্ফোরণের পর পুলিশ এলাকা পরিদর্শন করছে, ছবি: জিও নিউজ

জাতীয় নির্চাবনের সিদ্ধান্তে আসার একদিন পরই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে। এ ঘটনায় ৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) দেশটির উদ্ধারকর্মী এবং পুলিশের বরাত এ খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দেরা ইসমাইল খান শহরে এ হামলা চালানো হয়। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি এবং দেশী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। দেরা ইসমাইল খান ক্যাম্পে কয়েকদিন আগে একজন পুলিশকে হামলা করে হত্যার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

পুলিশের কর্মকর্তা মোহাম্মাদ আদনান গণমাধ্যমে বলেন, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এটা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি যে এটি পরিকল্পিত না ভয়াবহ বোমা হামলা।

চলতি বছর পাকিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে। প্রাথমিকভাবে এর পেছনে তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিপিপি) যুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই গ্রুপটির সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক রয়েছে।

দেশটিতে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

পাকিস্তানের সহিংসতা এবং নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছেন, চলতি বছরের আগস্টে পাকিস্তানজেুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়