Apan Desh | আপন দেশ

তফসিল হলেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি: মিলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ১৭ নভেম্বর ২০২৩

তফসিল হলেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি: মিলার

ফাইল ছবি

বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিএনপিসহ একাধিক সমমনা দল তা প্রত্যাখ্যানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার আগের মতোই বলেছেন, বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রের চাওয়াও তা-ই। তা হলো, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ওই প্রশ্নে বলা হয়, বাংলাদেশে বিরোধী দলগুলোর বিক্ষোভ-প্রতিবাদ উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমঝোতার আহ্বানকে উপেক্ষা করা হয়েছে। ‘সব রাজনৈতিক দল’ এ তফসিল প্রত্যাখ্যান করেছে। দমন-পীড়ন চলছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মিলার আগের মতোই বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। কোনো দলের চেয়ে অন্য দলকে প্রাধান্য দেয় না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানায়। শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব পক্ষকে একত্রে কাজেরও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে ম্যাথু মিলার বলেন, বিদেশে থাকা মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে হুমকি যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে নেয়। মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য। বাংলাদেশের কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্র মনে করিয়ে দিতে চায়, ভিয়েনা সনদ অনুসারে মার্কিন কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম। গত বুধবার এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 
গত সপ্তাহে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। এ সংক্রান্ত বক্তব্য তিনি নিজের ফেসবুক লাইভে প্রচার করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়