Apan Desh | আপন দেশ

৫২ জিম্মি-বন্দি বিনিময় করল ফিলিস্তিন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ নভেম্বর ২০২৩

৫২ জিম্মি-বন্দি বিনিময় করল ফিলিস্তিন-ইসরায়েল

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির খবরে রাফাহ সীমান্তে ভিড় করেছে মানুষ। ছবি: রয়টার্স

চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আর প্রথম ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আল-জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে।

এদিকে চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রথম ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

আল-জাজিরা বলছে, ১৩ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে হামাসের দুটি সূত্র।

হামাসের সামরিক শাখার একটি সূত্র জানায়, রেডক্রস জিম্মিদের মিশর সংলগ্ন রাফাহ সীমান্তে নিয়ে যাবে। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

আপন দেশ/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়