ফাইল ছবি
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জার্নালের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমান প্রেসিডেন্টের তুলনায় অনেকটাই বেশি।
রোববার (১০ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সমীক্ষায় দেখা গেছে, ৪৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন; সেখানে চার শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন <> গাজার অর্ধেক মানুষ অভুক্ত: জাতিসংঘ
আসন্ন মার্কিন নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা জানিয়েছেন ৮১ বছর বয়সী জো বাইডেন। তবে বয়সের কথা মাথায় রেখে তার এ ইচ্ছাকে সমর্থন জানাচ্ছেন না অনেক ডেমোক্রেট নেতা। অন্যদিকে, বৃহস্পতিবার বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। ছেলের এমন কর্মকাণ্ড বাইডেনের জন্য নির্বাচনে প্রার্থী হতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টাসহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কটি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন রয়েছে। বাইডেনের দাবি, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্প মূর্তিমান এক হুমকি।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।