ছবি: বিবিসি
লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬১ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় শনিবার নৌকাডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। ওই নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দিয়েছিল। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।
আরও পড়ুন>> তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭
সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশংকা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।
জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।