ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক শিখ নেতা হরদীপ সিংকে হত্যার ষড়যন্ত্র সামনে আসার পরে ভারত যে রকম প্রতিক্রিয়া দিয়েছিল তাতে দিল্লির মনোভাবে পরিবর্তনের ‘আভাস’ পাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় দুই মাস আগে তিনি যখন অভিযোগ তুলেছিলেন যে কানাডার বাসিন্দা এক শিখ নাগরিক হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সম্পৃক্ততা রয়েছে। তখন ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, এখন যুক্তরাষ্ট্রের অভিযোগ তোলার পর অনেকটাই ‘সংযমী’।
যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারতের কোনও নাগরিক যদি কোনও ভালো বা খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখতে তার দেশ প্রস্তুত আছে। এ ধরনের কিছু ঘটনাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
মোদীর সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরে সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকার দেন জাস্টিন ট্রুডো। এতে তিনি বলেছেন, আমেরিকার আদালতে অভিযোগপত্র পেশ হওয়ার পরে ভারতের আচরণে সামান্য বদল এসেছে বলে তার মনে হচ্ছে।
ট্রুডো বলেছেন, হরদীপ সিং ইস্যুতে দু’মাস আগে যে কথা বলেছিলেন, তারপর ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ তোলার পরে ভারতের দিক থেকে কিছুটা সংযমী বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হয় যে তারা (ভারত) এটা বুঝতে শুরু করেছে এই বিষয়টি আর এড়িয়ে যাওয়া যাবে না। আগের থেকে কিছুটা খোলা মনে সহযোগিতা করা হচ্ছে।’
এই বিষয়টি ব্যাখ্যা করতে বলা হলে তিনি বলেন, ‘এরকম একটা ধারণা হচ্ছে, এটা ধারণাই যদিও, এই বোধটা (ভারতের) হচ্ছে যে কানাডাকে আক্রমণ করে কথাবার্তা বললেই সমস্যাটা এড়িয়ে যাওয়া যাবে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এটাকে পরিবর্তন বলব না, কিন্তু সম্ভবত একটা বদলের আভাস পাওয়া যাচ্ছে।’
তিনি জোর দিয়ে এও বলেন যে অটোয়া ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার চেষ্টা করছে না, কিন্তু কানাডার কাছে মৌলিক বিষয় হলো আইনের শাসন ঊর্ধ্বে তুলে ধরাটা। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের কৌশল নিয়েও একযোগেই কাজ করবে কানাডা বলে উল্লেখ করেন জাস্টিন ট্রুডো।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।