Apan Desh | আপন দেশ

রাশিয়ার পারমাণু চালিত জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২৫ ডিসেম্বর ২০২৩

রাশিয়ার পারমাণু চালিত জাহাজে আগুন

ছবি: সংগৃহীত

রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাশিয়ার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও চুল্লির নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি নেই।

বিবিসি জানায়, রাষ্ট্র পরিচালিত ওই কার্গো-আইসব্রেকারটিতে রোববার আগুনের সূত্রপাত হয়। যেটি বর্তমানে রাশিয়ার উত্তরের নগরী মুরমানস্কের পোতাশ্রয়ে রয়েছে।

আরও পড়ুন>> ম্যানইউ’র আংশিক মালিক ব্রিটিশ ধনকুবের

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগুন সর্বোচ্চ ৩০ বর্গমিটার জুড়ে ছড়িয়েছিল। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্র বা চুল্লির কোনো ক্ষতি করতে পারেনি।

দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটমের ইউনিট অ্যাটমফ্লট জাহাজটি পরিচালনা করে।

রাশিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত মুরমানস্ক অঞ্চলটির সঙ্গে ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্ত রয়েছে। 

রোসাটম অনুসারে, জাহাজটি ১৯৮৮ সালে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়। এক দশক আগে ব্যাপক আকারে আপগ্রেড করা হয় জাহাজটির।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়