ফাইল ছবি
হামাসের শীর্ষ তিন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে জাপান। এছাড়া জাপানের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান বা মাধ্যমে অর্থ পরিচালনা করতে পারবে না তারা। খবর আল-জাজিরার।
খবরে জানানো হয়, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হায়াশি ইয়োশিমা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
তিনি বলেন, এই হামাস নেতারা গত ৭ অক্টোবরের হামলার অন্যতম নির্দেশদাতা ছিলেন বলে ধারণা করা হয়। তারাই হামাসের এই হামলার পেছনে অর্থায়ন করেছে।
আরও পড়ুন>> নৌকার প্রার্থীর বিরুদ্ধে ইসির মামলা
এর আগে হামাসের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নয় কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে জাপান। এসব পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের পথে হাটতে শুরু করেছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।