ছবি: এনসিবি নিউজ
চলতি বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার জয় হলে দুদিনের জন্য স্বৈরশাসক হওয়ার ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। বুধবার (১০ জানুয়ারি) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় আসলে প্রথম দিন দুটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেব। এরপর আর স্বৈরাচার থাকব না।
তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রথম দিনই মেক্সিকো থেকে অভিবাসী অনুপ্রবেশ চিরতরে বন্ধ করে দেব। এরপর বিদ্যুৎ উৎপাদনে জোর দেব। এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের পর আর তিনি স্বৈরাচারী কোনো সিদ্ধান্ত নেব না।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাকে স্বৈরাচার আখ্যা দিয়ে প্রতিপক্ষ শিবির রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন>> তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হুঁশিয়ারি
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হলে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও বৈধ অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন তিনি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।