Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ২০:২৮, ১৭ জানুয়ারি ২০২৪

থাইল্যান্ডে কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ছবি: আপন দেশ

থাইল্যান্ডের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঘটনাটি সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত একটি এলাকার। রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানাটি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এতে জানানো হয়, বিস্ফোরণের কারণ কী তা এখনও জানা যায়নি। সুফান বুরির স্থানীয় উদ্ধারকারীরা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি খালি ধান ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ এবং মানবদেহের ক্ষতবিক্ষত অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

আরও পড়ুন>> সেই সহোদর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগামী ফেব্রুয়ারি মাসে চীনা নববর্ষ উদযাপিত হবে। এটি চীন ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এই নববর্ষের আগে আতশবাজির চাহিদা বেড়ে যায়। তাই কারখানাগুলোতে আতশবাজি উৎপাদনের চাপ বেড়েছে। 

আঞ্চলিক গভর্নর গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত পাওয়া যায়নি।

এর আগ, ২০২৩ সালে বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনায় ১০ জন নিহত হন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়