ছবি: বিবিসি
চলতি সপ্তাহে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। এরপরই পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। খবর বিবিসি
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানির নিচ দিয়ে একটি পারমাণবিক অস্ত্রকে ড্রোনের মাধ্যমে টেনে নেয়া হয়। এরপর পূর্ব উপকূলে সেটির পরীক্ষা চালানো হয়।
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া ড্রোন নিয়ে অতিরঞ্জিত তথ্য দিচ্ছে। এছাড়া উত্তর কোরিয়ার এ দাবিকে সিউল উসকানি হিসেবে অভিহিত করেছে।
আরও পড়ুন>> ইটভাটা বন্ধে ১০০ দিনের আল্টিমেটাম
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশসহ পুরো বিশ্বের জন্য হুমকি। তারা যদি এভাবে হুমকি দিতে থাকে, তাহলে অত্যন্ত কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে।
উত্তর কোরিয়া এর আগেও হাইল-২৫ অস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটি সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দেয়। এরপরই পানির নিচ থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্যে খুবই কঠোর ভাষায় কথা বলছেন। এছাড়া বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রেও তিনি অনেক নীতি ভঙ্গ করেছেন।
শুক্রবার (১৮ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএসএর প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন, সিউল এবং জাপানের সামরিক মহড়াই আমাদেরকে পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে উদ্বুদ্ধ করেছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।