ছবি: রয়টার্স
ইসরায়েল গোপনে কিন্তু সরাসরি ইরানে হামলা চালচ্ছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তেল আবিব ইতোমধ্যে ইরানে সরাসরি হামলা চালিয়েছে। দেশটি যাতে পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিতে ভবিষ্যতেও এমন আক্রমণ অব্যাহত রাখবে। এ খবর দিয়েছে আরটি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তেল আবিবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নেতানিয়াহু।
এক সাংবাদিক প্রশ্ন করেন, ইসরায়েল কেন ইরানের প্রক্সি বাহিনীগুলোও ওপরই হামলা চালাচ্ছে, কেন সরাসরি ইরানে হামলা হচ্ছে না? এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘কে বলেছে আমরা ইরানে আক্রমণ চালাইনি! আমরা হামলা চালাচ্ছি।’
ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর হামাসের হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে, শত শত নাগরিক অপহৃত হয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা দুই-তৃতীয়াংশ।
আরও পড়ুন>> পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
যদিও তেল আবিবের দাবি, তারা ইরানপন্থি বাহিনী হামাসকে নির্মূলেই এই অভিযান চালাচ্ছে।
নেতানিয়াহুর অভিযোগ, ইরান অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও প্রযুক্তি দিয়ে হামাসকে শক্তিশালী করে তুলছে। তেহরান এসবের পেছনে রয়েছে, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে আছি।
যদিও ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের এসব অভিযোগ রাজনৈতিক।
নেতানিয়াহু আরও বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসের মাথা, অক্টোপাসের মতো। হামাস, হেজবুল্লাহ, হুতিরা হচ্ছে এর হাতপা।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।