ছবি: এনডিটিভি
আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জাতীয় নির্বাচন। কিন্তু তার আগেই দেশটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি নিজের ছেলেকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। মূলত ঘরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পতাকা উত্তোলন করা নিয়ে শুরু হয় তর্ক। একপর্যায়ে নিজের ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা।
পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের এক যুবক অল্প কয়েকদিন আগে কাতার থেকে দেশে ফেরেন। বাড়ি ফিরে নিজ ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন করেন তিনি। বিষয়টি নিয়ে বাবা-ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা।
আরও পড়ুন>> উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি
জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন করতে ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা। কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানায়। তর্কাতর্কি বাড়তে থাকলে ৩১ বছর বয়সী ছেলেকে গুলি করে করেন। হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। ঘাতক বাবাকে খুঁজছে পুলিশ। জানা গেছে, তিনি দেশটির আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।