ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতায় এখনও টিকে আছেন নিকি হ্যালি। তবে এখন বিশ্বের দৃষ্টি পড়েছে দু’জনের ওপর। তারা হলেন- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমজন রিপাবলিকান দলের। দ্বিতীয়জন ডেমোক্রেট। দু’জনেরই বয়স অনেক বেশি। তা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের মনোনয়ন পাবেন বলে অনেকটা নিশ্চিত। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
আইওয়া ককাস ও নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতে দলীয় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন ট্রাম্প। তিনিই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন। তবে আদালত যদি মামলার মারপ্যাচে অযোগ্য ঘোষণা করে তাহলে ভিন্ন কথা। দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে শেষ পর্যন্তটিকে আছেন নিকি হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। বাকিরা ঝরে গেছেন।
আরও পড়ুন>> চীনে দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ মৃত্যু
ট্রাম্প ও জো বাইডেনের মনোনয়ন দৃশ্যত নিশ্চয়তার পথে। ফলে একে অন্যকে আক্রমণ করা শুরু করেছেন। গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে নিকি হ্যালিকে ট্রাম্প পরাজিত করে। এরপর বাইডেনের নির্বাচন শিবির থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ট্রাম্প যে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।
তারা বার বার সতর্কবার্তা দিচ্ছে যে, সাবেক প্রেসিডেন্ট (ট্রাম্প) গণতন্ত্রের জন্য হুমকি। অন্যদিকে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বার বার বলছেন, তার বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগ আনা হয়েছে। বাইডেন ও তার আইন মন্ত্রণালয়, ট্রাম্পকে রাজনৈতিকভাবে বিচার করায় লিপ্ত বলে মন্তব্য করেন। বিশেষ করে গত বছর ট্রাম্পকে বেশ কতগুলো ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এমন অবস্থান জোরালো করেছে ট্রাম্প শিবির।
আইওয়া ককাস ও নিউ হ্যাম্পশায়ারে নিকি হ্যালি হেরে গেলেও, লড়াইয়ে টিকে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচন। সেই নির্বাচন এবং তার পরের প্রাইমারি নির্বাচনেও টিকে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সব রাজ্যে মনোনয়নের এই প্রাইমারি নির্বাচন হবে। এতে নিকি হ্যালিকে খুব সহজেই পরাজিত করবেন। দলীয় মনোনয়ন ট্রাম্পই দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন বলে মনে হচ্ছে।
আরও পড়ুন>> মসজিদ ভেঙে মন্দির উদ্বোধন, যাননি যারা
সাউথ ক্যারোলাইনা নিকি হ্যালির নিজের রাজ্য। সেখানে ৫২ বছর বয়সী হ্যালিকে বিব্রতকর অবস্থায় ফেলতে চান ৭৭ বছর বয়সী ট্রাম্প। এই রাজ্য থেকে দু’বার গভর্নর নির্বাচিত হয়েছেন হ্যালি। এখানে ভোটারদের অনুরোধ জানিয়েছেন ‘আপসেট ঘটানোর’। অর্থাৎ ট্রাম্পকে পরাজিত করতে।
আগামী দিনে হ্যালি তার রাজ্যে তিনটি র্যালি করবেন। ৪০ লাখ ডলার খরচ করে নতুন দুটি নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছেন। এর একটি বিজ্ঞাপনে প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশি বুড়ো বলে আখ্যায়িত করেছেন। আরেটিতে ট্রাম্পকে আখ্যায়িত করেছেন খুব বেশি বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে। অন্য বিজ্ঞাপনে তিনি ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গভর্নর থাকাকালে হাজার হাজার কর্মক্ষেত্র, কম ট্যাক্স, অভিবাসন বিষয়ক কঠোর আইন করার কথা উল্লেখ করেছেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।