Apan Desh | আপন দেশ

ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক এখতিয়ার আছে: আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৬ জানুয়ারি ২০২৪

ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক এখতিয়ার আছে: আইসিজে

ছবি: দ্য হিন্দু

গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। তা আমলে নেয়ার বিচারিক এখতিয়ার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) আছে। সিদ্ধান্ত দিয়েছে জাতিসংঘের এ সর্বোচ্চ আদালত।

দক্ষিণ আফ্রিকার করা এ মামলা নাকচ করার আবেদন করেছিল ইসরায়েল। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিজে।

এ আদালতের প্রধান বিচারক বলেছেন, জেনোসাইড কনভেনশন অনুযায়ী, যেকোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইসিজেতে আসতে পারে। গাজা নিয়ে মামলা করার আইনি এখতিয়ার দক্ষিণ আফ্রিকার রয়েছে।

আরও পড়ুন>> ভিসানীতি আর নিষেধাজ্ঞার শঙ্কা শেষ: ওবায়দুল কাদের

২০২৩ সালের ৭ অক্টোবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা করে। এতে ১২০০ মানুষকে হত্যা ও অন্তত ২৫০ জনকে জিম্মি করে। ওইদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। যা এখনো চলছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে সাড়ে ৬৪ হাজার।  

ফিলিস্তিনের দৃঢ় সমর্থক দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যার অভিযোগ আমলে নিতে আন্তর্জাতিক এ আদালতে আবেদন করেছে। এছাড়াও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধসহ নয়টি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত করা, আরও মানবিক ত্রাণ সহায়তার অনুমোদন, এবং সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত ও বিচার এর অন্যতম।

আরও পড়ুন>> বিশ্বে প্রথম নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর

আইসিজের যে ১৭ জন বিচারকের প্যানেল শুক্রবার রায় দিচ্ছে, তাদের মধ্যে ১৫ জন স্থায়ী বিচারক। এর বাইরে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের একজন করে বিচারক রয়েছেন।

দুই সপ্তাহ আগে এ মামলা দায়ের করা হয়। হেগের এই আদালত দুই দেশেরই বক্তব্য শুনেছে। যেখানে ইসরায়েল দৃঢ়ভাবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।

আইসিজে রায় মানতে ইসরায়েলকে বাধ্য করতে না পারলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্ব বহন করে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়