Apan Desh | আপন দেশ

‘যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ন্যাটো বাঁচাতে আসবে না’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২৮ জানুয়ারি ২০২৪

‘যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ন্যাটো বাঁচাতে আসবে না’

ছবি: দ্য হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্র কখনো আক্রান্ত হলে ন্যাটো বাঁচাতে আসবে না। সামরিক জোট ন্যাটো নিয়ে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। শনিবার নেভাদার লাস ভেগাসে একথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আগে থেকেই তিনি ন্যাটোর সমালোচনা করে আসছিলেন। 

২০২৪ সালের নির্বাচনে যদি আবারও জয় পান, তাহলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনতে পারেন। মার্কিন গণমাধ্যমে এমন আশঙ্কা অনেক আগে থেকেই। শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় কূটনীতিকরাও।

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমরা ন্যাটোর জন্য অর্থ ব্যয় করছি কিন্তু সেখান থেকে আমরা তেমন কিছুই পাচ্ছি না। আপনারা জানেন যে, আমি ন্যাটোর বিষয়ে এসব বলতে পছন্দ করি না। কিন্তু বাস্তবতা হলো, আমরা যদি কখনো আক্রান্ত হই এবং আমাদের তাদের সহায়তার দরকার পড়ে, আমার মনে হয় না, তারা আমাদের পাশে দাঁড়াবে। আমি ওই মানুষদের ভালো করে চিনি।

আরও পড়ুন>> আইসিজের নির্দেশের পর যা বলল হামাস-ইসরায়েল

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই জোট নিয়ে অনেক আগ থেকেই ট্রাম্পের অভিযোগ। তার শাসনামলেও প্রায় ন্যাটোর বিরুদ্ধে বক্তব্য দিতেন। ২০১৭ সালে বলেছিলেন, ন্যাটোর এই যুগে আর দরকার নেই।

এছাড়া তিনি জার্মানিসহ অন্য মার্কিন মিত্রদের তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধিতে চাপ দিয়েছিলেন। 

এদিন ট্রাম্প আবারও প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। ইউক্রেনকে হাত উজাড় করে সহায়তা করা 
প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নিজেদের জন্যই যথেষ্ট গুলি মজুত নেই। কিন্তু আমরা সব দিয়ে দিচ্ছি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়