ছবি: সংগৃহীত
গুপ্তচরবৃত্তির দায়ে চারজনকে ফাঁসি দিয়েছে ইরান। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল। সোমবার (২৯ জানুয়ারি) আল-জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেছে। পরে সোমবার ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মোসাদের নির্দেশে ইরানে সামরিক সরঞ্জাম তৈরির কারখানায় বোমা হামলার পরিকল্পনার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
বিচার বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন>> ‘যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে ন্যাটো বাঁচাতে আসবে না’
প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের উত্তর কুর্দি অঞ্চল থেকে বেআইনিভাবে ইরানে প্রবেশ করেছিল তারা। কেন্দ্রীয় শহর ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র তৈরির কারখানায় বোমা হামলার পরিকল্পনা ছিল। কিন্তু ইরানি গোয়েন্দাদের কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি তারা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির হিসেবে, অন্য যেকোনো দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি সংখ্যক মানুষকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত তিন পুরুষ, একজন মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটি।
২০২৩ সালে দেশটিতে কমপক্ষে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যার মধ্যে ৮ জন ইরানে বিক্ষোভের সাথে যুক্ত ছিল।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।