Apan Desh | আপন দেশ

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে), মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু (ডানে)। ফাইল ছবি

অবশেষে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রতিবেশী ভারত। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের অবসান করতেই এই সিদ্ধান্ত দেশটির। শনিবার (৩ ফেব্রুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী মে মাসের মধ্যে নিজ সৈন্যদের প্রত্যাহার করে নেবে নয়াদিল্লি। খবর রয়টার্স।

উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপ দেশটি থেকে ভারতীয় প্রায় ৮০ জন সৈন্যকে সরিয়ে নেয়া হবে। তাদের পরিবর্তে নিয়োগ দেয়া হবে বেসামরিক কর্মীদের। 

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারে বৈশ্বিক শক্তিগুলোর ব্যাপক দৌড়ঝাঁপ চলছে। এর মধ্যে সম্প্রতি মালদ্বীপের সাথে ভারতের টানাপোড়েন তৈরি হয়েছে। ঐতিহ্যগতভাবে প্রতিবেশি এই দেশটি ভারত ঘেঁষা। তবে গত নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। যিনি কিনা চিনপন্থি বলেই পরিচিত। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। 

ক্ষমতায় আসলে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে ব্যবস্থা নেবেন মুইজ্জু। আর এটিই ছিল তার নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। মালদ্বীপের ‘‘ইন্ডিয়া ফার্স্ট’’ নীতির অবসানের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে মালের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে ক্রমান্বয়ে অবনতি ঘটে।

আরও পড়ুন>> ইরানের আইআরজিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচিত হওয়ার পর, গত মাসে প্রথম চীন সফর করেন মুইজ্জু। পরে দেশে ফিরে মালদ্বীপকে দেয়া সামরিক সরঞ্জাম, ওই অঞ্চলে মানবিক কার্যক্রমে সহায়তায় নিয়োজিত ভারতীয় সেনা প্রত্যাহারে সময় বেঁধে দেন। আগামী ১৫ মার্চের মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে।

মালদ্বীপ বলেছে, ভারতীয় সৈন্যদের প্রথম দলটি আগামী ১০ মার্চ, বাকিরা ১০ মের মধ্যে চলে যাবে। নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে হওয়া চুক্তির বরাত দিয়ে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৈন্য প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া নয়াদিল্লির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে নির্দিষ্ট সময়সীমার কথাও উল্লেখ করা হয়নি।

ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে বর্তমানে ভারতীয় সামরিক বাহিনীর ৭৭ জন সদস্য রয়েছে। সৈন্যদের পাশাপাশি ভারতের সশস্ত্র বাহিনীর ১২ জন মেডিক্যাল কর্মকর্তাও মালদ্বীপে মোতায়েন রয়েছেন। দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সৈন্যরা দেশটিতে অবস্থান করছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়