ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খারাপ লোক’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়, টানা পাঁচ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছে। এ কারণে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রও। তারা তাদের অন্যতম মিত্রকে সব ধরনের সাহায্য করছে। কিন্তু ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অনুরোধ মানছে না। এমন অবস্থায় এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের ব্যক্তিগত সম্পর্কও চাপের মুখে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ব্যাড গাই’ (খারাপ লোক) বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হোয়াইট হাউজ বিষয়টি অস্বীকার করেছে।
আরও পড়ুন>> চিলির ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২
তবে বাইডেনের মুখপাত্র অ্যান্ড্রু বেটস পলিটিকোকে বলেছেন যে, প্রেসিডেন্ট এবং তিনি কেউ এমন কিছু বলেননি। তিনি দাবি করেন, ‘দুই নেতার (বাইডেন ও নেতানিয়াহু) কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে সম্মানজনক।’
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ২৩৪ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ১২৭ জন। জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ।
সংস্থাটি তাদের দৈনিক আপডেটে জানিয়েছে, ২ থেকে ৪ ফেব্রুয়ারি বিকেলের মধ্যে গাজায় কমপক্ষে ২৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪৩ জন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।