ছবি: সংগৃহীত
তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ২৭ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন মতে, তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ সুদানি অভিবাসী মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরও ২৭ জন। তিউনিশিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, নৌকায় থাকা মাত্র দুইজন বেঁচে গেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
আরও পড়ুন>> নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার
নৌকাটি জেবিনিয়ানা শহর ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। তিউনিশিয়ার মোনাস্তির শহরের বিচার বিভাগের মুখপাত্র ফরিদ বেন ঝা বলেন, ঘটনার তদন্ত চলছে।
আফ্রিকা থেকে ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে।
এছাড়া প্রায় ১০ মাস ধরে সুদান গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে। প্রাণঘাতী এই সংঘাতের কারণে কমপক্ষে ৯০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।