ছবি : সংগৃহীত
গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলা হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন <> ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত: জেলেনস্কি
ওইদিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।
একই দিন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।