Apan Desh | আপন দেশ

নামাজ চলাকালীন মসজিদে হামলা, নিহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

নামাজ চলাকালীন মসজিদে হামলা, নিহত কয়েক ডজন

ছবি: আল-বাওয়াবা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় নামাজ চলাকালীন মসজিদে হামলার হয়েছে। এতে কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন। তবে কোন সংবাদমাধ্যমই নিহতের সঠিক সংখ্যা জানায়নি। রোববার (২৫ ফেব্রুয়ারি) মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় বন্দুকধারীরা দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে। খবর বিবিসি।

একইদিন দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। 

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে, তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য ও মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকলে করে মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায়।

নাতিয়াবোয়ানি শহর দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। গত তিন বছরে দেশটির মসজিদ ও গির্জাগুলোকে বারবারই হামলা হয়েছে। এসব ঘটনায় বহু মানুষকে হত্যা করা হয়েছে।

চলতি মাসের শুরুতে দেশটির সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেছিলেন, প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিহত করতে রুশ সেনা মোতায়েন করা হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়