ফাইল ছবি
ইরান এবং ইজরায়েলে না যাওয়ার জন্য ভারতীয়দের পরামর্শ দিল দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। শুধু তাই নয়, ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দেরও অবিলম্বে সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করারও পরামর্শ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷
ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে। এমন কি, দুই দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির শঙ্কাও তৈরি হয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয়দের এ পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷
ভারতীয় বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ভারতীয়দেরই ইরান এবং ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে৷ যারা ওই দুই দেশে রয়েছেন তারা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান৷
এর পাশাপাশি ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের চূড়ান্ত সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে দেশটির বিদেশমন্ত্রক। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না বের হবারও পরামর্শ দেয়া হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।