ছবি: সংগৃহীত
খরার কারণে পাশের দেশ কলম্বিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে ইকুয়েডরে। এতে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। এর জেরে পুরো দেশ শাটডাউনের ঘোষণা দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বলা হয়েছে, আগামী রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে জাতীয় গণভোট। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার সকল ব্যবসা এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধের দিয়েছেন তিনি।
একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান তিনি। নোবোয়া বলেন, নির্দিষ্ট কিছু বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার ঘটনা ঘটেছে। আরও বিশদ বিবরণ না দিয়ে যে সমস্ত এলাকায় ক্ষতির খবর পাওয়া গেছে সেখানে আমরা তদন্ত শুরু করেছি।
গত বছরের নভেম্বরে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক ড্যানিয়েল নোবোয়া। দেশের বিদ্যুত খাতকে আধুনিকীকরণের জন্য নোবোয়া কর্তৃক উত্থাপিত একটি বিল জানুয়ারিতে জাতীয় পরিষদ অনুমোদন করে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।