Apan Desh | আপন দেশ

আসামি ধরতে গেলে বন্দুকযুদ্ধ

যুক্তরাষ্ট্রে তিন পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৩৩, ৩০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে তিন পুলিশসহ নিহত ৪

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে বন্দুক হামলা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে আটক করতে হতাহত এসব পুলিশ কর্মকর্তা সেখানে গিয়েছিলেন।

নর্থ ক্যারোলাইনার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে তারা।

পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস বলেন, ‘নিহত তিন কর্মকর্তা মার্শাল টাস্কফোর্সের সদস্য ছিলেন। আমেরিকার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এই চাস্কফোর্স গঠন করা হয়।’

 

তিন কর্মকর্তা নিহত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ‘তিনজন বীর’ হারিয়েছে বলেও উল্লেখ করেন জনি জেনিংস। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ এক বেদনার দিন। আজ আমরা যাদের হারালাম, তারা আমাদের সবার জীবন নীরাপদ রাখতে কাজ করতেন।’

নিহত তিন কর্মকর্তা ‘ওয়ারেন্ট’ নিয়ে এমন এক ব্যক্তির কাছে গিয়েছিলেন, যিনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে জানান জনি জেনিংস। কিন্তু ওই ব্যক্তির বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বন্দুক হামলার শিকার হন। তারাও পাল্টা গুলি চালালে সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হন।

আরও পড়ুন <> মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী স্টেইন গ্রেফতার

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটে। এর পর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ওই বাড়ি থেকে গ্রেফতার করে। জনি জেনিংস জানান, ওই দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, পুলিশ বিভাগের আহত পাঁচ সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, নিহত দুই কর্মকর্তা অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক সংশোধন বিভাগের সদস্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আজকের নৃশংস হামলায় নিহত অফিসারদের পরিবার এবং সহকর্মীদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।’

পুলিশ এখনও এই ঘটনায় হতাহত কোনো কর্মকর্তার নাম বা জড়িত সন্দেহভাজনদের নাম প্রকাশ করেনি। অবশ্য অভিযান ও অবরোধের সময় আশপাশের বেশ কয়েকটি স্কুল লকডাউনে রাখা হয়েছিল। আশপাশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল এবং অ্যাম্বুলেন্স আসা-যাওয়ার সুবিধার্থে কাছাকাছি রাস্তাগুলোও বন্ধ করে দেয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী টাইলার উইলসন সিবিএস নিউজকে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে কাজ করছিলেন। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে তার বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য পুলিশকে চিৎকার করতে শোনেন।

তিনি বলেন, ‘এরপর, যা হয়েছে তা ছিল শুধুই বিশৃঙ্খলা। দুইপাশ থেকেই গোলাগুলি হচ্ছিল। আমাদের এখানে সোয়াত ছিল এবং ইউএস মার্শালরা আমাদের বেডরুমে স্নাইপার বসিয়েছিল। প্রায় ৩০ মিনিট ধরে সরাসরি গোলাগুলি হয়েছে।’

শার্লট শহরের মেয়র ভি লাইলস এক বিবৃতিতে বলেছেন, ‘আজকে শার্লট-মেকলেনবার্গ পুলিশ অফিসার এবং ইউএস মার্শালদের ওপর গুলির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়