আপন দেশ। ফাইল ছবি
অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তবে এবার সেই অবস্থান থেকে সরে এলো দেশটি। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে দেশটির সরকার। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপে স্বস্তি মিলবে সেখানের ব্যবসায়ীদের।
শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেয়ার কথা জানিয়েছে।
মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রফতানি করেছে।
এদিকে ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার।
গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ শে মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এ সময় শেষ হওয়ার আগেই ভারত সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রফতানিতে আবারও নিষেধাজ্ঞা জারি করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।