ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় নিজের দুর্বলতার কথাও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এ সাক্ষাৎকার দেন মোদি।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, আমার সামনে ওয়াদা কর, প্রথমত, তুই গরিবের কল্যাণে কাজ করবি। দ্বিতীয়ত, কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে।
গরিব কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা।’
আরও পড়ুন>> রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
পরে নিজের লোকসভা আসন বারাণসি ও গঙ্গা নদীর সঙ্গে তার বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুইবার অশ্রুসিক্ত হয়ে উঠে।
মোদি বলেন, ‘বারাণসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
গঙ্গা নদীর সঙ্গে মোদি তার আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারাণসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’
ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এ পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।