ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে একটি গির্জাকে আনুষ্ঠানিকভাবে মসজিদ হিসেবে উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গির্জাটি বাইজেন্টাইন যুগের। প্রতিবেশী গ্রিসের আপত্তি সত্ত্বেও এরদোয়ান সরকার গির্জাটিকে মসজিদ হিসেবে মনোনীত করেছিল। এর চার বছর পর সোমবার (৬ মে) এটির উদ্বোধন করা হয়েছে।
ইস্তাম্বুলের ল্যান্ডমার্ক আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করে। এরপর তুরস্ক ২০২০ সালে তুর্কি ভাষায় ‘কারিয়া’ নামে পরিচিত ছোরার সেন্ট সেভিয়র চার্চকেও মসজিদে রূপান্তরিত করে।
আরও পড়ুন>> নরেন্দ্র মোদি কেন কাঁদলেন?
তুরস্কের উভয় পদক্ষেপই মুসলিমদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। কিন্তু গ্রিসসহ অন্যান্য দেশ যারা তুরস্ককে বাইজেন্টাইন যুগের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছিল, তারা এর সমালোচনা করেছেন।
আয়া সোফিয়ার ঘটনাও অনেকটা কারিয়া মসজিদের মতোই। ইস্তাম্বুলের আয়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা। ভবনটিকে মসজিদ, তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয়।
আর স্থানীয় সময় সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে মুসলিমদের জন্য কারিয়া মসজিদ আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছেন এরদোয়ান।
সূত্র: এপি
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।