ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে দলখদার ইসরায়েল। স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নির্মূল করতে দানবীয় আক্রমণ করছে ইহুদিবাদী সেনারা। হামাস সেনাদের প্রতিরোধে অনেকটাই দিকভ্রষ্ট হচ্ছে তারা। তবে এবার হামাস নয়, ভিমরুল দ্বারা আক্রান্ত হয়েছে। ভিমরুলের কামড় খেয়ে অন্তত ১২ ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
গত শুক্রবার (১০ মে) উপত্যকাটির দক্ষিণে নিরিম সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অভিযান চালানোর সময় একটি ট্যাংক ভিমরুলের আবাসস্থলে আঘাত হানে। এ সময় ক্ষুব্ধ হয়ে ভিমরুলের দল ইসরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে।
তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে ১০ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।
সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে সিংহভাগই নারী ও শিশু।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।