ছবি: সংগৃহীত
কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাতে নতুন আইন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১৩ মে) সেই আইনের অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। আইনটি কার্যকর হলে রাস্তার গাড়ি থেকে ৯০ শতাংশ কার্বন নিঃসরণ কমানো যাবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিভিন্ন ভারী ট্রাক থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ হয়। এতে পরিবেশের অনেক ক্ষতি হয়, যা জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ। নতুন আইনটি পাশ হলে ২০৪০ সালে কার্বন নিঃসরণকারী কোনো গাড়ি আর রাস্তায় থাকবে না।
এর মানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এখন থেকে কার্বন নিঃসরণকারী কোনো গাড়ি উৎপাদনের পথে আর হাঁটতে পারবে না। বৈদ্যুতিক গাড়িতে বাড়াতে হবে বিনিয়োগ। এছাড়া যেসব গাড়িতে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়, সেসব গাড়িতেও বিনিয়োগ বাড়ানো যাবে।
আর কার্বন নিঃসরণকারী গাড়িগুলো ২০৪০ সালের মধ্যে যেন আর বাজারে না থাকে, সেই ব্যবস্থা করতে চাইছে ইইউ।
রয়টার্স বলছে, ইউরোপের রাস্তায় এখন যেসব ট্রাক চলে এর বেশিরভাগই ডিজেলচালিত। আর এ ডিজেলের কারণে পরিবেশের কার্বন নিঃসরণ হয় অধিক মাত্রায়। পরিবেশ দূষণের কারণে ফুসফুসের ক্যানসারসহ শ্বাসযন্ত্রের নানা জটিল রোগ দেখা দেয়। এ ট্রাকগুলোই গাড়ির মধ্যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে।
নতুন আইন হলে ২০৩০ সালের মধ্যে এ নিঃসরণ কমবে ৪৫ শতাংশ। তবে, এ আইনে এতটা ইতিবাচক প্রতিক্রিয়া দেয়নি ইউরোপের অটো গ্রুপ এসিইএ। তারা বলছে, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পরিকল্পনা। সরকার চার্জিং পয়েন্ট বানিয়ে দিলেই কেবল এসব গাড়ি রাস্তায় নামানো যাবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।