ভিডিও থেকে নেয়া ছবি
ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। তেল আবিবের ‘হাসোমের’ নামের সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) হাসোমোর ঘাঁটির গুদামে আগুন লেগেছে। যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়। আগুন নেভাতে বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি দল।
তবে কীভাবে সেখানে আগুন লাগল সে ব্যাপারে কিছু জানা যায়নি।
ক্রাইসিস২৪ নামের অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হতে পারে।
মধ্যপ্রাচ্যের একমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র লড়াই চলছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
আরও পড়ুন <> সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওং
অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ হন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস। এখন পর্যন্ত হামাসের হাতে ১২৮ জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে বলে দাবি ইসরায়েলের। এ ছাড়া ৩৬ জন জিম্মি এরই মধ্যে মারা গেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফাহ অঞ্চলে অমানবিক আগ্রাসন চালাচ্ছে নেতানিহু সরকার। তবে যুদ্ধ বন্ধে দেশে দেশে চলছে জোড়ালো প্রতিবাদ।
যুদ্ধের পর থেকে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। তবে তেল আবিবের এ ঘাঁটির অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম।
কারণ ইসরায়েলের এসব ঘাঁটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দিয়ে সুরক্ষিত। হামাসের ছোড়া রকেট অথবা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর সম্ভাবনা নেই। এ ছাড়া লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেখানে হামলা চালিয়েছে এমন তথ্যও জানা যায়নি।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।