Apan Desh | আপন দেশ

ইউক্রেনের বিপর্যয়, সফর স্থগিত জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ মে ২০২৪

ইউক্রেনের বিপর্যয়, সফর স্থগিত জেলেনস্কির

ছবি : সংগৃহীত

রুশ বাহিনীর হামলার সামনে টিকতে পারছেন না ইউক্রেনের সেনারা। দেশটির ভেতরে ঢুকে একের পর এক এলাকা দখল করে নিচ্ছেন রুশ সেনারা। এমন পরিস্থিতিতে নিজের সব আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৫ মে) দ্য পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের এলাকা খারকিভে ঢুকে পড়েছেন রুশ সেনারা। শুক্রবার ভোরে তারা এলাকাটিতে ঢুকে পড়েন। এরপর একের পর এক অঞ্চল দখল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, সব বিদেশ সফর স্থগিত করেছেন জেলেনস্কি। বিবৃতিতে বলা হয়, আগামী কয়েকদিন প্রেসিডেন্ট জেলেনস্কিসহ অন্যদের যেসব আন্তর্জাতিক সফর ছিল তা স্থগিত করা হলো। এসব সফর পুনর্নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রধান কায়রাইলো বুদানোভ সিএনএনকে জানান, খারকিভের সম্মুখভাগের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। তার এমন বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, খারকিভে রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নেয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনারা তীব্র হামলার মুখে পড়েছে। তাদের সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া দেশটির পুলিশপ্রধান খারকিভের ভোভাচানস্ক এবং লুকিয়ান্তসি থেকে সব মানুষকে সরে যাওয়ার অনুরোধ করেছেন।

আরও পড়ুন <> ‘নারীরা চাকরি করায় ডিভোর্স বাড়ছে’

এর আগে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কাছে চরম নাস্তানাবুদ হওয়ায় পশ্চিমা মিত্রদের কাছে জরুরি সামরিক সহায়তার আবেদন জানায় ইউক্রেন। জেলেনস্কির আশঙ্কা পশ্চিমা সহায়তা না পেলে চলতি বছরের মধ্যেই যুদ্ধে হেরে যেতে পারে কিয়েভ, এমনকি হারাতে পারে বিস্তৃত ভূখণ্ড।

এর পরেই কিয়েভের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে যুক্তরাষ্ট্র। তারপরও প্রশ্ন উঠেছে এই সহায়তা কি ইউক্রেনকে রক্ষা করতে পারবে?

তবে বাস্তবতা হচ্ছে- পশ্চিমা বিশ্বকে সঙ্গে নিয়েও এক পুতিনের বিরুদ্ধে খুব বেশি সুবিধা করে উঠতে পারছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন পরিস্থিতিতে কিয়েভকে টিকিয়ে রাখতে নতুন করে ৬১ বিলিয়ন ডলারের বিশাল মার্কিন সামরিক সহায়তা কিছুটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

যদিও সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস মনে করেন, ‘ইউক্রেন এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে একটি সংকটজনক অবস্থানে রয়েছে এবং বছরের শেষ নাগাদ যুদ্ধে হেরে যেতে পারে’। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়