Apan Desh | আপন দেশ

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলো নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২২ মে ২০২৪

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলো নরওয়ে

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ী করা হয়েছে। এজন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তাকে গ্রেফতারের আবেদনও করা হয়েছে। সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে থাকলেও এখনও পরোয়ানা জারি হয়নি। তবে এর মধ্যেই চমকপ্রদ ঘোষণা দিয়েছে নরওয়ে।

স্ক্যান্ডিনেভিয়ান এ দেশটি বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা ‘বাধ্য’।

বুধবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি’র বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেফতার করবে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এ ঘোষণা দিলো।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর তারা নরওয়েতে আসেন, তাহেলে তাদের গ্রেফতার করতে আমরা বাধ্য। তবে নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ঝুঁকিও রয়েছে।

মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দফতর থেকে এ আবেদন করা হয়। করিম খান গত সোমবার জানান, তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

আরও পড়ুন>> নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি

এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের অন্য দুই নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তিনি।

এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে।

প্রসঙ্গত, জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা থাকায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া ফিলিস্তিনও রোম সংবিধিতে স্বাক্ষরকারী একটি পক্ষ। এ সংবিধির ভিত্তিতেই আইসিসি গঠিত হয়েছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়