Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরও ৩ দেশ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২২ মে ২০২৪

আপডেট: ২০:১৭, ২২ মে ২০২৪

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরও ৩ দেশ 

ফিলিস্তিনের পতাকা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী ২৮ মে থেকে তাদের এ সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (২২ মে) নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস এ ঘোষণা দেন। খবর স্কাই নিউজ

ফিলিস্তিনিকে স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা দেয়ার পর ইউরোপের তিন দেশের রাষ্ট্রদূতদের তাৎক্ষণিকভাবে তলব করেছে ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ হুমকি দিয়েছেন, ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) তারা এখন করের যে অর্থ দেন সেটি বন্ধ করে দেবেন।

ইউরোপের বেশ কয়েকটি দেশ গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়ার কথা বলে আসছিল। তাদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর জন্য দ্বিরাষ্ট্র নীতি কার্যকর করতে হবে।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়