Apan Desh | আপন দেশ

ধ্যান ভাঙলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১ জুন ২০২৪

ধ্যান ভাঙলেন মোদি

ধ্যানমগ্ন নরেন্দ্র মোদি। ছবি: এক্স থেকে নেয়া

দীর্ঘ ৪৫ ঘণ্টার ধ্যান সম্পন্ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই দিন পর শনিবার (০১ জুন) তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিনি ধ্যান ভেঙেছেন। খবর হিন্দুস্তান টাইমস

দুই দিন আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদি। আজ শনিবার দুপুরের পর আকাশি কুর্তা ও সাদা ধুতি পরা অবস্থায় তাকে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বের হতে দেখা গেছে। 

সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বের হওয়ার সময় মোদির সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন।

বিজেপির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, মোদির পরনে গেরুয়া ধুতি-কুর্তা। গলায় গেরুয়া রঙের উত্তরীয়। হাতে জপমালা নিয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পায়চারি করছেন তিনি।

আরও পড়ুন>> কারাদণ্ড যেখানে বিয়ের চেয়ে নিরাপদ

এদিকে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব মোদির এ আধ্ম্যাতিক ধ্যানকে ‘নিছক ফটোশুট’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘মোদিজি কোনও ধ্যান করছেন না, স্রেফ ফটোশুট করছেন। ফটোশুট শেষ হলেই তিনি বেরিয়ে আসবেন।’

ধ্যানে বসার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার কন্যাকুমারীতে পৌঁছেন নরেন্দ্র মোদি। পৌরাণিক কাহিনীমতে, দেবতা শিবের জন্য ঠিক এ জায়গাতেই দেবী পার্বতীও ধ্যান করেছিলেন। এটি এমন এক জায়গা, যেখানে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। এটি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থলও।

গত দুই দিন শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর মোদি ধ্যান করতে গিয়েছিলেন কেদারনাথে। আর ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়