ছবি: সংগৃহীত
চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাংই-৬ চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২ জুন) সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর-আইটকেন অববাহিকায় অবতরণ করে চ্যাংই-৬।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত ৩ মে প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসতে মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাংই-৬ উৎক্ষেপণ করে চীন।
সিএনএসএ জানায়, চাঁদের ওই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ কারণ সেখানে মহাকাশযানের সাথে সহজ যোগাযোগ করা যায় না।
বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এ অংশের মাটি পরীক্ষা করলে হয়তো বোঝা যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহটি কীভাবে তৈরি হয়েছিল।
চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চীনের দ্বিতীয় মিশন। চাঁদে পানির সন্ধান এবং একটি স্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য চীন এ দশকে আরও তিনটি মনুষ্যবিহীন মিশনের পরিকল্পনা করেছে। বেইজিংয়ের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে একজন চীনা নভোচারীকে চাঁদে পাঠানো।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।