ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চীনা মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ‘ইউএফসি ৩০২’র দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়।
পলিটিকো জানিয়েছে, টিকটকে অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং এর হ্যান্ডল হলো ‘@realdonaldtrump’। ২ জুন বাংলাদেশ সময় তিনটা ৪৭ মিনিট পর্যন্ত এ অ্যাকাউন্টে যোগ দিয়েছে ছয় লাখের বেশি ফলোয়ার।
২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প চীনা এ অ্যাপে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন। তবে সেই সময় দেশটির আদালত সে নির্দেশ নাকচ করে দেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।