Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৩:২৫, ৩ জুন ২০২৪

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ছবি : সংগৃহীত

মৌসুমি ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি এসব তথ্য জানায়।

ডিএমসির বরাতে ডনের খবরে বলা হয়, রোববার শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টি জেলাই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। এমন পরিস্থিতিতে দেশটির মূল নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্ঠীকে উচ্চ ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে অন্য একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়। এদিকে, আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লঙ্কান সরকার।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়