Apan Desh | আপন দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত: ১৪:৫১, ৩ জুন ২০২৪

আপডেট: ১৫:৩১, ৩ জুন ২০২৪

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ছবি : সংগৃহীত

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। স্থানীয় সময় সোমবার (৩ জুন) দেশটির জাপানের মধ্যাঞ্চল ইশিকাওয়াতে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫.৯ এবং দ্বিতীয়টি ৪.৮ মাত্রার। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে কিছু সময়রে পর আবার বেশির ভাগ রেল পরিষেবা চালু হয়।

এর আগে, গত জানুয়ারি মাসে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।

উল্লেখ্য, জাপানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়